মা

স্মরণ

 মনে পড়ে আজ, ধূসর অতীত

স্মরনে আছে সেই মুখ।

সাধ ছিল, সাধ্য ছিল না

থমকে ছিল বুক।।


আড়চোখে, যেদিন তাকিয়েছিলাম

পদ্মপাতার ফাঁকে।

নিশীথ শীতল চোখখানি তার

সমস্বরে ডাকে।।


কলেবরে তার, মৃদু মৃদু আভা

হাসিতে ফুটে কামিনী। 

স্বপ্নগুলো সব, ঘুমহীন হয়ে

কাটিয়েছে কত যামিনী।।

স্মরণ



সভয়ে হাটি, পিছু পিছু তার

বলতে ভালোবাসি।

কোন শব্দের মালা পড়ালে

শ্রাবণ হবে উদাসী।।


বিধাতা যেন, এনেছেন তাঁকে

আমারই বাসনার তীরে।

চিরসাথী সে, হয় যেন মোর

জন্ম-জন্মান্তরে।।


বলে দিব তাকে, হৃদয়পুরে

বানিয়েছি এক প্রতিমা।

তুমি রাজি হলে, রাঙাইব তাকে

নাম দেবো নিরুপমা।।


বুঝিনি আমি, সে এত্ত দামী

নিস্ফল আরাধনা।

করবে যে সে, অন্যের বুকে

রঙীন স্বপ্ন রচনা।।


তাই.....

হয়নি তো আর, চোখে চোখ রাখা

দাঁড়াইনি তার সমীপে।

স্মরণে থাকবে সেই প্রিয় মুখ

বসন্ত মরুক বিলাপে।।

মন্তব্যসমূহ