মা

যুগল প্রণয়

                                                            

নীল আকাশের চাঁদনী তুমি, বাজাও আপণ সুর

বরিষার ছন্দে মাতে, তোমারই পায়ের নুপূর

কঙ্কনেরই শব্দ শুনে, মনে জাগে শিহরন

কোন মাসেতে তুমি আসবে বন্ধু, আষা নাকি শ্রাবণ

ওড়নাখানি উড়ালে তুমি, কোন আকাশের পানে

চেয়ে দেখো আমি দাঁড়ায়ে আছি, তোমারই আহ্বানে

যুগল প্রণয়



কাজল কালো দুটি চোখের তারায় কি যে ছবি আঁকা

এসো বন্ধু আছি বসে, পথো চেয়ে একা

তোমারই মুখে যখন পড়ল চাঁদের আলো

মনে মনে বলি আমি, তোমায় বাসি অনেক ভালো

স্বপ্নে দেখা কন্যাটির, আমি নামটি দেবো তিলোওমা

ভালোবাসবে তো সত্যি করে হয়ে যেনো মোর অনুপমা

মন্তব্যসমূহ