মাগো তোমার অপার দয়ায়, জন্ম হলাম আমি
ইচ্ছে হয় সারাটাজীবন, তোমারই চরণ চুমি।
জন্ম হলাম আমি যখন, কেউ ছিলনা পাশে
চেয়ে ছিলাম তোমার চোখে, একটু আদর পাবার আশে।
দুঃখ,
কষ্ট, যাতনা ভুলে কোলে নিলে
তুমি
হাসি মাখা ঐ মুখটি দেখে, অবাক হলাম আমি।
মন বলে আর কোথায় গেলে, এমন শান্তি পাবি...?
বোধহয় যেন এই মানবী, স্বর্গেরই কোন দেবী।
সুখে,
দুঃখে, অহর্নিশি, তুমি আছো ছায়ার মতো
সব বেদনা গেলাম ভূলে, মনে আমার ছিলো যতো।
জগৎ জুড়ে এমন মানুষ, পাবো কি আর কোনদিন....?
হৃদয় জুড়ে থাকবে মাগো, হয়ে যেন চির অমলিন....

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন