মা

স্বপ্নময় ভালোবাসা

ভালোবাসার বৃষ্টিতে, তুমি আমি একসাথে

মিলবো দুজন শ্রাবণো ধারার সৃষ্টিতে আর সৃষ্টিতে

আজকে তোমায় পাবার আশে, মন মাতে ঐ মন মাতে

স্বপ্নময় ভালোবাসা



চাইবো শুধু তোমার চোখে, দৃষ্টিতে আর দৃষ্টিতে

একটুখানি ছোঁয়ার আশে, মন রাঙে ঐ রাঙে

গোধূলী তার মনের আকাশ, স্বপ্ন চূড়ায় জাল বুনে

ছোট দুটি ঠোটের হাসি, বাঁধ ভাঙে ঐ বাঁধ ভাঙে

শান্ত দুটি চোখের তারায়, ঝিলমিলিয়ে রোদ হাসে

সাঝের বেলায় মনটা আমার, করছে খালি উদাস উদাস

ইচ্ছে করে গন্ধ নিতে, তোমার গায়ের মিষ্টি সুবাস

স্বপ্নজোড়া চোখটি কেন, শুধু মিঠেল রোদেই হাসে

বন্ধু তোর লাগিয়া মনটা আমার, আবীর রঙে ভাসে।

মন্তব্যসমূহ