মা

বিভ্রান্তি

গায়ের রং না মনের রং কোনটা আসলে দামী

কোনটা বেশি দামী হলে সুখি হবো আমি

ফর্সা মেয়ে বিয়ে করে ঘুরব আমি পাড়ায়

আড় চোখে দেখবে মানুষ, আর জ্বলবে নিজের জালায়

মনটা থাকুক নিকষ কালো, কিই-বা এসে গেলো

বিভ্রান্তি



লাঠালাঠি আর চুলাচুলি করে দিন কাটালেই হলো।

ঝগড়া বিবাদ আর উপোস থাকা এসব ইজি ব্যাপার

কিছুই পারে না, তবে মাথা খায় রোজ আমার

আড়ালে কাঁদি, বাইরে হাসি কেউ বোঝেনা ফ্যাক্ট

মন বলে আজ ফেঁসেছিস তুই পার পাবি না দেখ।

মাশুল দিয়ে বুঝেছি আমি সাদা-কালোর ছলাকলা

ভালোবাসা জমবে মনেরই রঙে, সকাল-সন্ধ্যাবেলা

মন্তব্যসমূহ