- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
খাঁচার পাখি, খাঁচা ছেড়ে যখন চলে যায়
উড়াল দিলে আকাশ পানে, সে কি আর ফিরে চায়...?
যাবি যদি অচিন পাখি, আসলি কেন খাঁচায়,
নির্ঘুম রাতে স্বপ্ন দেখেছি, তোকে পাবার আশায়।
আশায় আশায় দিন কেটে যায়, সন্ধ্যা ঘনিয়ে রাত্রি,
খুঁজে খুঁজে মন দিশেহারা আজ হলাম যাযাবর পথো যাত্রী।
খেলার ছলে তোকে নিয়ে, কাটিয়েছি না কতো বেলা,
মনের মধ্যে ছিলো যে তখন হাজারো রঙের মেলা।
বুক ভরা কতো আদর স্নেহ, দিয়েছি তোকে তুলে,
ভেসে গেলো সব মায়ার বাঁধন, দুই নয়নের জলে।
জলগুলো আজ পথো চেয়ে চেয়ে, হয়েছে বড়ই ক্লান্ত,
নিরুত্তর ভাবনায় আজ ও মনে পড়ে যায় সেই চির বসন্ত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন