- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শুধু তোমারি প্রতি, দূর্বল অতি, তোমাতে সঁপেছি
মন
একটাই চাওয়া, তোমারেই পাওয়া, পাশে থাকা আজীবন।
ভালোবাসি তোমায়, বলি
শতলক্ষ বার, যদি ঘুঁচে ব্যাকুলতা
ইচ্ছে একটাই, শুধু তোমাকে
চাই, ওগো মোর চারুলতা।
ভালোবেসে তোমায় অন্ধ
হয়েছি, কিই- বা ক্ষতি তাতে?
সন্দেহের কাঁটা যেন, ফুটে না ওঠে, থেকো তুমি মোর
সাথে।
একটাই সম্বল তুমি যে
আমার, যদি প্রেমে ঘুণে ধরে
জেগে উঠে ভয়, কি জানি কি
হয়, আমি ভাবি একা অবসরে।
বিশ্বাস আমার অটল অনড়, যেমন স্বচ্ছ
দিঘীর জল
থরে থরে সাজে, মনেরই মাঝে, ভালোবাসার শতদল।
তবুও যদি কাঁদে মোর
হিয়া, জেনে রেখো তুমি সেদিন
পাবে না কো তুমি ছায়াটিও
মোর, হব যে তখন লীন।
সেদিন তুমি বুঝবে....
সন্ধ্যালগ্নে জোনাকির
সাথে, আমায় তুমি খুঁজবে
নয়নে ঝরবে অশ্রুধারা, বিরহীর সাজে
সাজবে।
ললাটের ভাঁজে আমার-ই
চিন্তা, ভেবে হবে দিশেহারা
একাকী শয়নে, আশাহীন স্বপনে, হবে যে তন্দ্রাহারা।
ভয় পেলে.....?
পেয়ো নাকো ভয়, যাবো না ছেড়ে, স্বভাবে বেধেছো
আমায়
হৃদয় আসনে, আসিন তুমি, মিশে আছো মোর
কায়ায়।
আর এভাবেই যেন, চিরকাল ধরে, বেসেছি তিমির
ভেদিয়া
আজ বরণ করে নাও গো সখি, বকুলের মালা
গাঁথিয়া।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন